ইতিহাসে এই প্রথম। ভারতের জনসংখ্যায় নারী-পুরুষ অনুপাতে এগিয়ে থাকল নারী। পুরুষের থেকে বাড়ল নারীর সংখ্যা। জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় সম্প্রতি এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১,০০০ জন পুরুষে বর্তমানে ভারতে ১,২০০ জন মহিলা আছেন। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, আর জনবিস্ফোরণের আশঙ্কা নেই ভারতে। জনসংখ্যার বয়সও কমছে না।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে ১,০০০ জন পুরুষপিছু মহিলার সংখ্যা ছিল ৯২৭। ২০০৫-০৬ সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং মহিলার সংখ্যা সমান ছিল। অর্থাৎ প্রতি ১,০০০ জন মহিলায় পুরুষের সংখ্যা ছিল ১,০০০ জন। কিন্তু ২০১৫-১৬ সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় তা কিছুটা কমে গিয়েছিল। মহিলা এবং পুরুষের অনুপাত দাঁড়িয়েছিল ৯৯১:১,০০০। এবার পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। তার ফলে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা হোক বা আদমশুমারি - এই প্রথমবার কোনও পরিসংখ্যানে পুরুষদের নিরিখে নারীদের সংখ্যা বেশি থাকল।