মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সহযাত্রী। তা দেখে আর স্থির থাকতে পারেননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ ভাগবত কারাড (Dr. Bagwat Karad)। সময়মতো ওই সহযাত্রীর চিকিৎসা করে যথেষ্ট প্রশংসিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister)। এই কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) প্রশংসা করেছেন সহকর্মী ভাগবতের।
মঙ্গলবার রাতে অর্থ প্রতিমন্ত্রী ডঃ ভগবত কারাড(Dr. Bagwat Karad) ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে ওঠেন। এরপর মাঝ আকাশে এক সহযাত্রী অসুস্থ হয়ে পড়লে মন্ত্রী তৎক্ষণাৎ ওই যাত্রীকে সাহায্য করেন।
এই ঘটনার উল্লেখ করে ‘ইন্ডিগো’র(Indigo) তরফেও ট্যুইট করে বলা হয়েছে যে, এই ঘটনা সত্যিই অনুপ্রেরণা যোগায়। তাঁর মন্ত্রীসভার এই সহকর্মীটিকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, “মানসিকভাবে সর্বদাই একজন চিকিৎসক।”
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায়(Social Media) বহু মানুষই এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন। তাঁর মন্ত্রীসভার অন্যান্য সদস্যরাও এই কাজে তাঁকে সাধুবাদ জানিয়েছেন।
Richest country China: আমেরিকাকে ছাপিয়ে শীর্ষে, বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চিন
ডঃ ভাগবত কারাড মহারাষ্ট্র(Maharastra) থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। এর পাশাপাশি তিনি পেশায় একজন সার্জন(Surgeon) এবং ঔরঙ্গাবাদের(Aurangabad) এক হাসপাতালের মালিক।