Diwali 2021 : প্যানডেমিক পরিস্থিতিতে আলোর উৎসব হোক নিরাপদ ও সুরক্ষিত, রইল কিছু টিপস

Updated : Nov 03, 2021 17:21
|
Editorji News Desk

ঝলমলে আলো, নতুন জামা-কাপড়, সুস্বাদু খাবার- সবার মনেই এখন উৎসবের আমেজ । সামনেই যে দীপাবলি(Diwali) । দুর্গাপুজো, নবরাত্রির পর আরও একটা উৎসব । প্যানডেমিক পরিস্থিতিতে দ্বিতীয় দীপাবলি পালন করবে গোটা দেশ ।

যদিও গতবারের তুলনায় এই বছর পরিস্থিতি কিছুটা ভালো । এদিকে, দীপাবলির পরপরই দেশে করোনার(Coronavirus) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । সেক্ষেত্রে, দীপাবলিতে প্রত্যেককেই সাবধান থাকতে হবে । উৎসবে মেতে উঠুন, তবে প্যানডেমিক পরিস্থিতিতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে । তার জন্য রইল টিপস ।

নমস্কার করুন, কোলাকুলি নয়

প্যানডেমিক পরিস্থিতিতে মাস্ক যেমন জরুরি, তেমনই সামাজিক দূরত্ব (Social Distance) বজায় রাখাও জরুরি । তাই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । দীপাবলির সময় আত্মীয়-বন্ধুবান্ধবরা ঘরে আসে । সেক্ষেত্রে তাদের 'নমস্কার'-এর মাধ্যমে অভিবাদন জানান । ভুলেও কোলাকুলি করবেন না ।

অনলাইন শপিং

যে কোনও উৎসবে শপিং(Shopping) মাস্ট । আর দীপাবলির সময়তো কথাই নেই । তবে করোনা পরিস্থিতিতে বাজারের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । তার বদলে আপনারা চুটিয়ে অনলাইনে(Online) শপিং করুন ও ডিসকাউন্টের সুবিধা নিন ।

স্যানিটাইজার এড়িয়ে চলুন

স্বাস্থ্যবিধি খুব গুরুত্বপূর্ণ । তাই সাবান দিয়ে সবসময় হাত পরিষ্কার রাখুন । প্রদীপ এবং অন্যান্য দাহ্য পদার্থ আশেপাশে থাকলে, সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার(Hand Sanitizer) কিছু সময়ের জন্য এড়িয়ে চলা ভালো ।

ভার্চুয়াল পার্টি

দীপাবলি মানেই বাড়িতে পার্টি, গেটটুগেদার । বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া । তবে প্যানডেমিকে ছোটখাটো পার্টির আয়োজন করলে ভালো । আর আপনি যদি বড় পার্টি হোস্ট করতে চান, তাহলে ভার্চুয়ালের(Virtual) পথ বেছে নিন ।

অনলাইনেই পাঠান উপহার

দীপাবলির সময় প্রিয়জনদের উপহার(gift) দেওয়া মাস্ট । সেক্ষেত্রে অনলাইনে আপনাকে উপহার পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে । মিষ্টির বাক্স থেকে শুরু করে নগদ টাকা, সবটাই আপনি অনলাইনে পাঠাতে পারেন ।

অভাবী মানুষকে দান করুন

প্যানডেমিক কত মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলেছে । কত মানুষকে একা করে দিয়েছে । ভালো নেই তারা । উৎসবের দিনগুলিতে তাদের একা একা কাটাতে হচ্ছে । তাদের খোঁজ নিন । সেইসঙ্গে অভাবী মানুষকে দান করুন ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিন ।

pandemicsafety tipsDiwali CelebrationsDiwali 2021

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ