Dearness Allowance hiked: দীপাবলির আগে খুশির খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ল ৩%

Updated : Oct 21, 2021 19:45
|
Editorji News Desk

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) মহার্ঘ ভাতা বাড়াল সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। একধাক্কায় তিন শতাংশ বাড়ানো হল ডিয়ারনেস অ্যালাউন্স (DA) বা মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩১ শতাংশ। ১ জুলাই, ২০২১ থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ ১৪ হাজার কর্মী। উপকৃত হবেন ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশনভোগীও। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বর্ধিত এই ডিএ দেওয়ার জন্য সরকারের মোট খরচ বাড়ল বছরে ৯ হাজার ৪৮৮ কোটি টাকা। করোনা পরিস্থিতি জেরে মাঝে এক বছর ডিএ বাড়ানো হয়নি। এক বছর পর গত জুলাই মাসে ১৭ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়।

গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। করোনা অতিমারির জেরে যে রাজস্ব সংগ্রহে ঘাটতি হয়, তার জন্য ২০২০ সালে কেন্দ্র সরকার সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ ও ডিআর বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রেখেছিল। এরপর জুলাইতে ডিএ ও ডিআর ফের বৃদ্ধি হওয়ায় উপকৃত হন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা।

২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত ডিএ-র হার ছিল ১৭ শতাংশ। মার্চে কেন্দ্র তা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। যা ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। গত বছরের জানুয়ারি থেকে জুন মাসের ৩ শতাংশ, জুলাই থেকে ডিসেম্বরের ৪ শতাংশ ও চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস অবধি বকেয়া থাকা ৪ শতাংশ ডিএ একযোগে এসে ১১ শতাংশে দাঁড়াচ্ছে। পরে ১৭ শতাংশ ডিএ হারের সঙ্গেই এই ১১ শতাংশ যোগ হয়ে ২৮ শতাংশে  দাঁড়ায়। এবার সেটাই বাড়ল আরও তিন শতাংশ।

Central governmentdearness allowancePension

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক