কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গেই মৃত্যু হয়েছে দার্জিলিংয়ের এক সেনা জওয়ানের।
তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া।
IAF helicopter crash: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং
দার্জিলিং পাহাড়ের বাসিন্দা এই জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন দার্জিলিঙের (Darjeeling) সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। প্রয়াত জওয়ানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।