দুর্গাপুজোর দিনগুলিতে শহর মাতিয়ে দিয়েছিল বুর্জ খলিফা। দুবাই থেকে উড়ে এসে বসেছিল মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিংয়ের প্যান্ডেলে৷ তা নিয়ে কত কাণ্ড! একদিকে লাগামছাড়া ভিড়, অন্যদিকে বিমান চলাচলে সমস্যা, আরো কত কী! কিন্তু সব মিলিয়ে এবার পুজোয় সুপারহিট নয়, সুপারডুপারহিট বুর্জ খলিফা।
এহেন বুর্জ খলিফা এবার চলে এল বাঙালির পাতেও। অন্তত খাতায় কলমে। বিশিষ্ট মিষ্টান্ন পরিবেশক ও নির্মাতা ফেলু মোদক তৈরি করেছে বুর্জ খলিফার আদলে সন্দেশ। বিরাটাকার সেই সন্দেশ তৈরি করতে সময় লেগেছে দু'দিন। লেগেছে ৫-৬ কিলো ক্ষীর।
ফেলু মোদকের কর্ণধারেরা জানিয়েছেন, তাঁরা সবসময়ই নতুন ধরনের মিষ্টি তৈরি করেন। দুরন্ত এক্সপ্রেসের আদলে মিষ্টি বানিয়েছিলেন এক সময়। রবীন্দ্রনাথের মডেল তৈরি করা হয়েছিল। বাইরে থেকে খেলোয়াড়রা যখন আসেন তখনও তাঁদের মডেল তৈরি করা হয়। পেলে, মারাদোনার ক্ষেত্রেও মডেল তৈরি করা হয়েছিল। এবারে বুর্জ খলিফা তৈরি করা হল।
Sreebhumi Sporting: ভিড় ঠেকাতে হিমশিম, দর্শনার্থীদের জন্য বন্ধ হল শ্রীভূমির মণ্ডপ
জানা গিয়েছে, একটি বিশেষ অর্ডার পেয়েই ফেলু মোদক ওই সন্দেশ তৈরি করেছে। মিষ্টি বিপণীর কর্ণধার জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী ও শ্রীভূমির পুজোর মুখ সুজিত বসুকে বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্যই ওই মিষ্টির অর্ডার দেওয়া হয়েছিল।