বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস চলছে। প্রধানমন্ত্রীর (Prime Minister) কাছে দেখা করে সিবিআই (CBI) তদন্তের আবেদন করলেন রাজ্যের বিজেপির সাংসদরা (BJP MP)। নারদ কান্ড (Narada Case), কয়লা কেলেঙ্কারী (Coal Scam), গ্রুপ ডি দুর্নীতিতে (Group D Scam) তদন্তে গতি আনার আবেদন করেন তাঁরা। তৃণমূলের পালটা দাবি, তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থা দিয়ে জনপ্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে।
শুক্রবার সংসদের অধিবেশনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাংলার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিজেপি সাংসদরা। ভোট পরবর্তী সন্ত্রাস ও রাজ্যে চলা বিভিন্ন তদন্তের গতি দ্রুত করার আবেদন করেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে কয়লা কেলেঙ্কারী, গ্রুপ ডি দুর্নীতির মতো বিষয় নিয়ে তদন্তে গতি আনার আবেদন করেন সাংসদরা।
পালটা বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "তদন্তের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়তে হেনস্থা করছে ইডি, সিবিআই।" তাঁর দাবি, জাতীয় স্তরের নেতা হয়ে উঠছেন অভিষেক। তাই ভয় পেয়ে তাঁকে আক্রমণ করছে বিজেপি।