চলতি সপ্তাহেই করোনা টিকা হিসাবে কোভ্যাক্সিনকে(Covaxin) ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) । এই ছাড়পত্র মিলতেই এবার বড় পদক্ষেপ নিল ভারত বায়োটেকের মার্কিন অংশীদার । আমেরিকার ২-১৮ বছর বয়সীদের উপর জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিনের টিকা প্রয়োগের আবেদন জানিয়েছে তারা । এফডিএ(Food And Drug Administration)-র কাছে এই বিষয়ে অনুমোদনের আবেদন জানিয়েছে ভারত বায়োটেক ।
ভারতে ২ থেকে ১৮ বছর বয়সী ৫২৬ জন শিশু ও কিশোরদের উপর কোভ্যাক্সিনের যে প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়াল চালিয়েছিল ভারত বায়োটেক সংস্থা । এর ফলাফলের উপর ভিত্তি করেই আমেরিকায় শিশুদের শরীরে করোনা টিকা প্রয়োগের আবেদন জানিয়েছে ভারত বায়োটেক ।
Maharastra: মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে মৃত্যু ১০ কোভিড রোগীর
ভারতে শিশু ও কিশোরদের উপর কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ট্রায়াল সম্পূর্ণ করেছে ভারত বায়োটের সংস্থা । সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা হাসপাতালে ভর্তি করার মতো ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে । এমনকী, প্রাপ্তবয়স্কদের শরীরে কোভ্যাক্সিন যে কার্যকারিতা দেখিয়েছে, শিশু ও কিশোরদের শরীরেও একই কার্যকারিতা দেখিয়েছে কোভ্যাক্সিন । ৫২৬ জন শিশুকেই ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছে ।
চলতি সপ্তাহেই করোনা টিকা হিসাবে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে হু (WHO)। এরপরই আমেরিকায় শিশুদের করোনা টিকা হিসাবে কোভ্যাক্সিন দেওয়ার আবেদন জানিয়েছে সংস্থার মার্কিন অংশীদার ।