মোবাইল ফোন ছাড়া তো একটা দিনও চলে না কারও । সারাক্ষণ মোবাইল স্ক্রিনে চোখ, মুঠোবন্দী মুঠোফোন । কিন্তু, জানেন কি আপনার ওই ফোনে কত নোংরা আর জীবাণু রয়েছে । যাকে টয়লেট সিটের সঙ্গে তুলনা করছেন গবেষকরা । তুলনা বললে ভূল হবে । গবেষকরা বলছেন, আপনাদের হাতের মোবাইল টয়লেট সিটের থেকেও ১০ গুণ নোংরা ।
পাবলিক টয়লেট বা টয়লেট, নামটা শুনলেই নোংরা, দুর্গন্ধযুক্ত জায়াগার কথা মাথায় আসে। কিন্তু,মুঠো ফোন তার থেকেও নোংরা ! অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সেরকমই তথ্য উঠে এসেছে । গবেষণায় বলা হচ্ছে টয়েল সিটের থেকে ১০ গুণের বেশি নোংরা আমাদের ফোন । তাই প্রতিদিন ফোন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন গবেষকরা ।
টয়লেটের থেকে ফোন নোংরা, কীভাবেই বা তা সম্ভব ? গবেষকদের মতে, ফোনে ১৭ হাজারের বেশি ব্যাকটেরিয়া থাকে যা একটি টয়লেট সিটের চেয়েও বেশি । সেক্ষেত্রে, সর্বাধিক জীবাণুযুক্ত বস্তু অর্থাৎ ফোন নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন । মূলত, ফোনের স্ক্রিনেই বেশি ময়লা থাকে । দীর্ঘদিন না পরিষ্কার করার জন্য ব্যাকটেরিয়া থেকে যায় ফোনে । এর থেকে শরীরে নানা রোগ দেখা দিতে পারে ।