প্রতি বছরের মতোই চলতি বছরেও বিশ্বজুড়ে পালিত হতে চলেছে বিশ্ব ফটোগ্রাফি দিবস (World Photography day)। ফটোগ্রাফির নেপথ্যের শিল্প, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখেই বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। ফটোগ্রাফির ইতিহাস খুঁজতে গেলে পৌঁছে যেতে হবে ১৮৩০ সালে। লুই ডাগে ফটোগ্রাফিক প্রসেস (Photographic process) আবিষ্কার করেন। যার নাম ছিল 'ডাগেরোটাইপ'। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস (The French academy of sciences) ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই আবিষ্কারের কথা ঘোষণা করায় ফরাসি সরকার (French Government) ওই বছরেরই ১৯ অগাস্ট দিনটিকে 'বিশ্ব ফটোগ্রাফি দিবস' (World Photography Day 2023) হিসেবে ঘোষণা করেন।
জানেন কি, যে 'সেলফি' নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র মাতামাতি, তার শুরুটা হয়েছিল এই ভারতেই? ফটোগ্রাফি যখন হামাগুড়ি পর্যায়ে, সেই সময় ১৮৮০ খ্রীস্টাব্দে ত্রিপুরার রাজা মহারাজ বীরচন্দ্র মানিক্য এবং মহারানি খুমান চানু মনমোহিনী দেবী ফটেগ্রাফি নিয়ে একটি দারুণ পরীক্ষা করেছিলেন। ক্যামেরাকে এক জায়গায় স্থির করে রেখে রাজা-রানি ছবি তুলেছিলেন একসঙ্গে। যদিও, এ কথাও বলে রাখা উচিত যে, আধুনিক যুগের 'সেলফি'র প্রথাগত সংজ্ঞাটির সঙ্গে এই প্রক্রিয়াটির ফারাক বিস্তর।