২২ এপ্রিল 'বিশ্ব ধরিত্রী দিবস' । প্রতি বছর বিশ্বজুড়ে এই দিনটা পালন করা হয় । পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধিই এই দিনটির প্রধান লক্ষ্য ।
প্রতি বছর বিশ্ব ধরিত্রী দিবস পালন হয় এক-একটি বিশেষ ভাবনা নিয়ে । থিম থাকে আলাদা আলাদা । এবছরের থিম হল "ইনভেস্ট অন ইউর প্ল্যানেট" অর্থাৎ, ভেঙে বললে অর্থ দাঁড়ায়, এই পৃথিবীকে সুস্থ ও সুন্দর করে তোলার জন্য আপনিও এগিয়ে আসুন । অবদান থাকুক আপনারও । পৃথিবীকে রক্ষা করতে হবে, এই বিশ্বের সমস্ত প্রজাতিকে রক্ষা করতে হবে । পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে হবে । এই ভাবনা নিয়েই এবারের থিম "ইনভেস্ট অন ইউর প্ল্যানেট" ।
'বিশ্ব ধরিত্রী দিবস'-এর ইতিহাস
১৯৬২ সালে এক জন মানুষের লেখা বদলে দেয় পুরো প্রেক্ষাপট । তিনি হলেন—সামুদ্রিক জীববিজ্ঞানী র্যাচেল লুইজ কার্সন । তাঁর লেখা ‘Silent Spring’ বইয়ে তিনি পরিবেশের উপরে কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিস্তারিত ভাবে তুলে ধরেন । এরপরেই আমেরিকায় জন্ম নেয় আধুনিক পরিবেশ আন্দোলনের । মানুষ বুঝতে শুরু করে পরিবেশকে রক্ষা করতে হবে । এই ধারণা থেকে ১৯৭০ সালে শুরু হয় 'বিশ্ব ধরিত্রী দিবস' ।
কীভাবে পালন করা হয়
মানুষ গাছ লাগিয়ে, রাস্তাঘাটা পরিষ্কার করে, পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটা পালন করে ।
ভাল নেই পৃথিবী । পরিবেশ দূষণ, গাছ কেটে ফেলা ...এসবের জন্য চারপাশে শুধুই অসুস্থতা । কোথায় আর মুক্ত বাতাস ? যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে । এর জন্য মানুষই দায়ী । কিন্তু, মনে রাখতে হবে এই পৃথিবীতেই আমরা বাস করি । সেক্ষেত্রে, পৃথিবী যদি বাসযোগ্য না থাকে তাহলে মানুষগুলিও কোনও অস্তিত্ব থাকবে না । তাই এই বিশেষ একটা দিন শুধু নয়, পরিবেশ রক্ষার জন্য ও সচেতনতা ছড়ানোর জন্য প্রতিটা দিনই বেছে নিন । কারণ, চারপাশ সুন্দর থাকলেই তো আপনিও সুস্থ থাকবেন ।