শীত মানেই গাঁদা ফুলের মরসুম। বাড়ির ছাদ বলুন বা বাজার হলুদ কমলা সারি সারি গাঁদার মেলা। ঘর সাজানো, পুজো বাদেও জানেন কি রূপচর্চাতেও এই গাঁদার জুড়ি মেলা ভার। আজ এই প্রতিবেদনে জানাব গাঁদা ফুলের গুণাগুণ।
গাঁদা ফুলে রয়েছে অ্যান্টিসেপটিক, যা আপনার ত্বকের যেকোনও সংক্রমণ কমাতে সাহায্য করবে। এছাড়াও গাঁদায় রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা ব্যবহারে বার্ধক্য দূরে সরবে আপনার। তবে জানেন কি কীভাবে এই গাঁদা ব্যবহার করবেন?
Bottle Gourd Juice Benefits : কমবে ওজোন, বাড়বে হজম ক্ষমতা, শীতে খান লাউয়ের রস
গাঁদা ফুলের পাঁপড়ি গুলি ছাড়িয়ে নিন প্রথমে। এরপর সেগুলি বেটে তাতে এক চামচ দুধ এবং এক চামচ মধু মিশিয়ে নিন। মুখে এই প্যাকটি লাগিয়ে মিনিট ২০ লাগান। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখটা ধুয়ে নিন৷ এতে ত্বক মসৃণ হবে, ত্বক উজ্জ্বল হবে।
বলিরেখা দূর করতে গাঁদা ফুলের পাঁপড়ি বাটার সঙ্গে এক টেবিল চামচ বেসন ও এক চামচ দুধ মিশিয়ে নিন মুখে লাগান। প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করলেই বুঝবেন তফাৎটা।