আচমকা ব্রেক আপ হলে তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কম বেশি সবাইকেই। এবং এই অসহনীয় যন্ত্রণার কারণ বাতলালো বিজ্ঞান।
লাইভ সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, ভালবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ হলে, বা হঠাৎ কাছের মানুষের মৃত্যুতে আমরা যে যন্ত্রণা পাই, তার জন্য দায়ী হরমোন। আচমকা ভালবাসাহীনতার একটা বোধ কাজ করে আমাদের মধ্যে।
Parambrata-Swastika: রাজনৈতিক থ্রিলারের হাত ধরে বহু বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা
ভালবাসার সম্পর্কে থাকলে স্বাভাবিক ভাবেই দেহে অক্সিটোসিন এবং ডোপামিন হরমোন থাকে ভরপুর। আনাকাঙ্খিত ঘটনা ঘটলে হঠাৎই এই দুই হরমোনের স্তর একদম নীচে নেমে যায়। স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে ওজন এবং রক্তচাপ বাড়ে, কখনও বাড়ে উদ্বেগ।
রিপোর্ট বলছে, কারোর কারোর ক্ষেত্রে ব্রোকেন হার্ট সিন্ড্রোমের মতো বিরল ঘটনা ঘটে, এই বিশেষ শারীরিক অবস্থা অবশ্য খুব অল্প সময়ের জন্যই স্থায়ী হয়।