বর্তমানে হোয়াটসঅ্যাপ(WhatsApp) আমাদের জীবনেরই এক অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া একদণ্ড চলে না আমাদের। মেসেজ থেকে কল-সবকিছুর(Free Voice Call) সুবিধাই মেলে একদম বিনামূল্যে। কিন্তু সেই সুখের দিন এবার শেষ হতে চলেছে। এবার থেকে হোয়াটসঅ্যাপ কলিংয়ের(Free WhatsApp calling) জন্য টাকা দিতে হতে পারে গ্রাহকদের। সম্প্রতি এক নির্দেশিকা জারি একথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
কিন্তু হঠাৎ এমন মত বদলানোর মূলে রয়েছে টেলিকম সংস্থাগুলির দীর্ঘদিনের আপত্তি। আসলে হোয়াটসঅ্যাপের(WhatsApp free Service) মাধ্যমে কার্যত বিনামূল্যে মোবাইল ডেটা বা ওয়াই-ফাই নেটওয়ার্ক(Wifi Network) ব্যবহার করে কল করা যায়। তাতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে টেলিকম সংস্থাগুলিকে। ২০০৮ সালে একবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(TRAI) এই প্রস্তাবটি রেখেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের(WhatsApp Authority) কাছে, কিন্তু তাতে তেমন আমল দেয়নি সংস্থা। ফলে বর্তমানে বিনামূল্যের সেই সুবিধা প্রত্যাহার করা হবে কীনা , তা নিয়ে এখনও কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
আরও পড়ুন- Reasons for leaving job: বস বাজে, ৫০ শতাংশ কর্মী চাকরি ছাড়েন এই কারণেই চাকরি ছাড়েন
শুধু হোয়াটসঅ্যাপ নাকি গুগল ডুও(Google Duo), ফেসবুক মেসেঞ্জার(Facebook Massenger), ইন্সটাগ্রাম সহ অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও এই সুবিধা তুলে নেওয়া হবে কীনা, তা জানতে এখন উদগ্রীব নেটাগরিকরা।