Passport's Colour Significance: দেশ ভেদে পাসপোর্টের রঙ বদলে যায় কেন? নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?

Updated : Oct 16, 2022 15:52
|
Editorji News Desk

বর্তমান সময়ে পাসপোর্ট এক অতি প্রয়োজনীয় বস্তু। যে কোনও ব্যক্তির পরিচয় থেকে তাঁর দেশ, গন্তব্য স্থান সবেরই তথ্য মেলে এই পাসপোর্টে। গোটা বিশ্বে মোট ৪ ধরনের পাসপোর্ট রয়েছে। কিন্তু দেশ ভেদে পাসপোর্টের রঙ ভিন্ন হয় কেন? লাল, সবুজ, নীল বা কালো রঙের পাসপোর্টের মধ্যেই বা ফারাক কীসে?

লাল পাসপোর্ট

যে সব দেশে সাম্যবাদের ইতিহাস রয়েছে, সেই সব দেশের অধিকাংশ পাসপোর্টের রং লাল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাসপোর্ট এই লাল পাসপোর্ট। স্লোভেনিয়া, সার্বিয়া, রাশিয়া, লাটাভিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং জর্জিয়ার পাসপোর্টের রঙ লাল। পাশাপাশি, বলিভিয়া-পেরু-কলম্বিয়া, ইকুয়েডরের পাসপোর্ট লাল। এশিয়া মহাদেশের চিনের পাসপোর্টও লাল রঙের।

সবুজ পাসপোর্ট

ইসলাম ধর্মে বিশ্বাসী বিভিন্ন দেশের পাসপোর্ট সবুজ রঙের হয়ে থাকে। সবুজ রং ইসলামিক দেশগুলির প্রিয় রঙ। মরক্কো, সৌদি আরব এবং পাকিস্তানের মতো দেশের পাসপোর্ট সবুজ হয়ে থাকে।

নীল পাসপোর্ট

ব্যবহারের ভিত্তিতে নীল পাসপোর্ট পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে। ‘নতুন বিশ্বের’ প্রতিনিধি এই নীল রঙ। আমেরিকা সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাসপোর্টের রং নীল। এছাড়াও ১৫টি ক্যারিবিয়ান দেশে নীল রঙের পাসপোর্টের চল রয়েছে। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও রয়েছে নীল রঙের পাসপোর্ট।

কালো পাসপোর্ট

ব্যবহারের দিক থেকে কালো রঙের পাসপোর্ট সবচেয়ে কম। বেশ কিছু আফ্রিকান দেশে কালো পাসপোর্ট দেখা যায়। জাম্বিয়া, বুরুন্ডি, গ্যাবন, অ্যাঙ্গোলা, সহ বিভিন্ন দেশে কালো পাসপোর্ট আছে। নিউজিল্যান্ডের জাতীয় রং কালো, ফলে তাঁদের পাসপোর্টের রঙ কালো। 

উল্লেখ্য, ভারতে চার ধরনের পাসপোর্টই দেখা যায়। সাধারণ নাগরিকদের নীল ও কমলা পাসপোর্ট দিলেও পদস্থ অফিসারদের সাদা পাসপোর্টও দেওয়া হয়ে থাকে।

New ZealandIndiapassportamericaPassport Verification

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ