মাত্র ১৯ বছর বয়সে চলে গিয়েছেন 'দঙ্গল' অভিনেত্রী সুহানি ভাটনাগার। জানা গিয়েছে, ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
কী এই ডার্মাটোমায়োসাইটিস?
ডার্মাটোমায়োসাইটিস পেশির একটি বিরল রোগ। যা ত্বক এবং পেশিতে দেখা যায়। এই রোগের ফলে মানবদেহের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
এই রোগের লক্ষণ
এই রোগ হলে ত্বকে ফুসকুড়ি দেখা যায়। লালচে বা বেগুনি রঙের এই ফুসকুড়ি দেখা যায় মুখ, ঘাড়, কাঁধ এবং বুক, কনুই এবং হাঁটুতে। এতে পেশি দুর্বলতা এবং ক্লান্তিও অনুভব করা যায়।
এই রোগের কারণ
এই রোগের মূল কারণ এখনও জানা যায়নি। তবে, এটি জেনেটিক ফ্যাক্টর, পরিবেশগত ট্রিগার এবং ইমিউন সিস্টেমের কর্মহীনতার সংমিশ্রণ জড়িত। নির্দিষ্ট কিছু ওষুধের কারণেও এই রোগ হতে পারে।