আকাশ ছোঁয়া বাড়ি বললে আজকালকার কচিকাচারা আর অবাক হয় না মোটে! রোজ দেখছে যে! কিন্তু আকশজোড়া ঘুড়ি (Kite)! আপনিই বা শেষ কবে দেখেছিলেন? এখন তো শৈশব মুঠোফোনে বন্দি! বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) ঠিক আগ দিয়ে এডিটরজি বাংলার (Editorji Bangla) টিম পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার বাগবাজার স্ট্রিটে। ঘুড়ির দোকান কোন দিকে জিজ্ঞেস করতেই বেশ খানিকটা ভাবতে হচ্ছে পথচারী থেকে দোকানদার সকলকেই। উত্তরের সঙ্গে আসছে একরাশ নস্টালজিয়া, যার যার নিজেদের শৈশবের।
এরই মাঝে হঠাৎ কিছু কচিকাচার দল, ভিড় করে জমানো টাকা নিয়ে বেরিয়েছে ঘুড়ি কিনতে। ডিজিটাল শৈশবের মাঝে যেন একটু মুক্তির ডাক! চোখ চকচক করছে! নিতান্ত সাদামাটা ঘুড়ি হাতে পেয়েই কী ভীষণ খুশি।
অবশেষে পৌঁছন গেল বাগবাজার স্ট্রিটের ঘুড়ির দোকান, গোটা রাস্তায় সাকুল্যে একটাই দোকান। তাই বিশ্বকর্মা পুজোর আগে এই দোকানে ভিড় কিন্তু একেবারে কম নয়। আর বিক্রিবাট্টাও বিগত দু'বছরের তুলনায় বেশিই। পারিবারিক ব্যবসা, লাভের মুখ দেখতে অন্য ব্যবসায় যাওয়ার কথা ভাবেননি দোকানদার। এখনও আশা রাখেন, বাংলায় ঘুড়ির কদর একেবারে ফুরিয়ে যাবে না। বিকেলের আকাশ রঙিন হয়ে উঠবে। আর সবুজ শৈশবের মাঞ্জা হবে পোক্ত! শিশুমনের স্বপ্নগুলোয় ভো কাট্টা বলবে না কেউ।