দীপাবলী বা বাড়ির যেকোনও অনুষ্ঠানে মোমবাতিতে সাজানোর চল রয়েছে। আপনিও কি হালকা মোমবাতির আলো পছন্দ করেন? রকমারি সুগন্ধি মোমবাতি কেনার শখ রয়েছে? তবে জানিয়ে রাখি এই সুগন্ধি মোমবাতি পোড়া বিষাক্ত রাসায়নিক ঘরকে দূষিত করতে পারে যা ফুসফুসের জন্য ক্ষতিকর৷
ডাঃ স্বেতলানা স্টেভানোভিচ ব্যাখ্যা করেছেন যে মোমবাতির ধোঁয়া থেকে নির্গত কণা সরাসরি আমাদের ফুসফুসে যায়। এর জেরে চোখ নাক জ্বালা, গলা ব্যথা, মাথা ধরা, বমি বমি ভাব অনুভূত হতে পারে। তাই এই ধরনের মোমবাতি খুব খোলামেলা হাওয়া - চলাচল করে এমন জায়গায় জ্বালানোই ভালো। বদ্ধ ঘরে সুগন্ধি মোম জ্বালানো বড় রোগের কারণ হতে পারে।