এপ্রিল মাসের শুরুতে প্রবল গরমে রীতিমতো অস্থির অবস্থা মানুষের। কেউ কেউ এই তীব্র গরম থেকে বাঁচতে বরফে ঢাকা পাহাড়ের উদ্দেশে রওনা দিচ্ছেন। তবে কেবলমাত্র পাহাড়ে গেলেই ত্বকের সমস্যার সমাধান তো হবে না! বিশেষ করে গরমে শরীরে ঘাম বসে যাওয়া, তা থেকে জামাকাপড়ে এবং তা থেকে ত্বকের সমস্যা।
ঘামের দাগ মুছবেন কীভাবে:
প্রচুর ঘাম হলে এবং সেই ঘামের দাগ পোশাকে বসে গেলে জলের মধ্যে লেবুর রস মিশিয়ে ওই দাগের উপর স্প্রে করুন। ৩০ মিনিট ওভাবে রাখার পর ধুয়ে ফেলুন।
ত্বকের সমস্যা:
গরমে ত্বকের যে কোনও ধরনের সমস্যার সবথেকে ভালো সমাধান পাওয়া যায় অ্যালোভেরা ব্যবহার করকে। অ্যালোভেরাকে ঠান্ডা করে তা ত্বকের বিভিন্ন জায়গায় লাগালে সেরা সমাধান পাওয়া যাবে।
ঘেমে যাওয়া পা:
প্রবল গরমে এই সমস্যাতেই পড়তে দেখা যায় বহু মানুষকে। আপনার পা যদি ভীষণ ঘামতে থাকে এবং অপরিষ্কার হয়ে যায় তাহলে আলু কেটে তার একটি সরু খণ্ড নুনে ডুবিয়ে পায়ে ঘষতে থাকুন। ওইভাবে খানিকক্ষণ ঘষার পর মৃত কোষগুলি পরিষ্কার হয়ে যাবে৷ পা হয়ে উঠবে সুস্থ ও সুন্দর।