মোবাইল ফোন এখন প্রত্যেকেরই দৈনন্দিন জীবনের অঙ্গ। পথেঘাটে, বাস-ট্রেন এমনকি রাস্তা পার হতে হতেও ফোন ঘাঁটেন লোকজন। আর ক্রমাগত ঘাড় গুঁজে ফোন দেখতে দেখতেই নানা অসুখ বাসা বাঁধছে শরীরে। চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম 'টেক্সট নেক'।
কী এই টেক্সট নেক?
মোবাইল ঘাঁটার সময় আমাদের শরীর ২০ থেকে ৩০ ডিগ্রি ঝুঁকে থাকে। এতে মেরুদণ্ডের উপরে চাপ পড়ে। যার জেরে সামনের দিকে ঝুঁকে যায় মেরুদণ্ড। ফলে ঘাড় বেঁকে যাওয়া এমনকি গলা এবং ঘাড় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে।
এক সমীক্ষায় দেখা গিয়েছে, এই অসুখে আক্রান্ত হয়েছেন ৮ শতাংশ মানুষ। আর প্রায় ২১ শতাংশ মানুষ এই অসুখের দোরগোড়ায় এসে হাজির হয়েছেন। বাকি ৩৫ শতাংশ এই অসুখের কথা জেনে এখনও সচেতন হচ্ছেন না। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় মোবাইল ব্যবহারে রাশ টানা।