সপ্তাহে একটা অথবা দুটো ছুটির দিনে আর চলছে না। কাজের দিনের ক্লান্তি, ঘুমহীনতা পুষিয়ে নিতে না নিতেই চলে আসে আস্ত একটা সোমবার। কাছে পিঠে ঘুরে আসার সুযোগটুকুও নেই। সপ্তাহে তিনটে দিন ছুটি (three day weekend) হলে বেশ হয়! সম্প্রতি সে দিকেই এগোনোর কথা ভাবছে বেশ কয়েকটি ব্রিটিশ ফার্ম (british firm)।
২০২২ এর জুন থেকে ডিসেম্বর, এই ছ'মাস একটি ট্রায়াল করবে ব্রিটেনের ৩০ টি সংস্থা। সংস্থার কর্মীদের সাপ্তাহিক ৩২ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক। কাজের সময় কমিয়ে দেওয়ার জন্য বেতনের কোনও অংশ কাটা হবে না।
অতিমারীতে অবসাদে ভুগছেন সারা পৃথিবীর প্রায় ৪৩ % বয়স্ক মানুষ
এই সংক্রান্ত একটি রিপোর্ট বলছে, সমীক্ষা থেকে প্রমাণিত কর্মীদের ভাল থাকার সঙ্গে তাঁদের কর্মক্ষমতার সম্পর্ক সমানুপাতিক।
প্রসঙ্গত, কর্মীদের সপ্তাহে ৪ দিন কাজ করে ৩ দিন সবেতন ছুটি পাওয়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে আমাদের দেশের কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকও।