হেঁচকি বলে কয়ে আসে না। আর এলে যাওয়ার নাম করে না। যাইহোক, হেঁচকি কিছুক্ষণের মধ্যে না থামলেই মুশকিল। সম্প্রতি, যোগা বিশেষজ্ঞ জুহি কাপুর হেঁচকি বন্ধ করার জন্য একটি যোগা বা আসন শেয়ার করেছেন। যা আপনার হেঁচকি থামাতে সাহায্য করবে। একে 'আপনা বায়ু মুদ্রা' বলা হয়।
এর জন্য বুড়ো আঙুলের গোড়ায় তর্জনী ঠেকিয়ে, অনামিকার সঙ্গে জুড়তে হবে বুড়ো আঙুলের শেষ। প্রায় ১০ মিনিট এই আসনটি করলে হেঁচকি বন্ধ হয়ে যাবে।
এছাড়া, পর্যাপ্ত পরিমাণে জল খেলে, বা হঠাৎ চমকে উঠলে হেঁচকি সারে।