Travelling Tips: করোনা আতঙ্কে ভ্রমণ করবেন? মাথায় রাখুন এই নিয়মগুলি

Updated : Dec 30, 2022 18:30
|
Editorji News Desk

চিনের করোনা (Covid) পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের (Covid India)। ইতিমধ্যে বিএফ ৭. ভেরিয়েন্ট ধরা পড়েছে গুজরাট (Gujrat) এবং ওড়িশায় (Odisha)। মাস্ক (Mask) পরা আবশ্যিক করার নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। বলা হয়েছে আগের মতই যাবতীয় করোনাবিধি (Covid Regulation) মেনে চলতে।

একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বছর শেষের ছুটির মেজাজ। এই সুযোগে অনেকেই ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলেছেন। টিকিট কাটা হয়ে গিয়েছে বিমান কিংবা ট্রেনের। যদিও করোনা আতঙ্কের মধ্যে ভ্রমণ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ছেন। এক্ষেত্রে জেনে নেওয়া যাক ভ্রমনের সময় সংক্রমণ এড়াতে কী কি বিশেষ পদক্ষেপ করা উচিত। 


এই সময় আন্তর্জাতিক ভ্রমণ এই সময় এড়িয়ে চলাই ভাল। বিশেষ করে আমেরিকা, চিন এবং জাপানের মত দেশগুলিতে। এমনকি ভারতের যে দুই রাজ্যে এই সাব ভ্যারিয়েন্ট ধরা পড়েছে সেই দুই রাজ্যে ভ্রমণ এড়িয়ে চলা উচিত।


জাহাজ, ট্রেন এবং বিমানে ভ্রমণ যথাসম্ভব এড়িয়ে চলুন। জাহাজ অর্থাৎ ক্রুজ এবং বিমানে ভ্রমণকারীদের মধ্যে সবথেকে বেশি সংক্রমিত হবার ঝুঁকি থাকে। 

একান্তই ভ্রমণ করতে হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সংক্রমিত কোন ব্যক্তি সংস্পর্শে না আসাই ভাল। করোনা পর্বের শুরুর মতোই হোটেল, দোকান এবং বাজার যে কোনও জায়গায় গেলে যেখানে সেখানে হাত না দেওয়া ভাল। যেখানে সেখানে হাত দিলে সেই হাত চোখে-মুখে না দেওয়ার বিষয়টিও খেয়াল রাখতে হবে। 


বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, সাবান দিয়ে হাত ধোয়া উচিত। অন্যের সঙ্গে হাত না মেলানোই ভাল। কাউকে জড়িয়ে ধরা কিংবা খাবার আদান-প্রদান করা থেকেও এই সময় বিরত থাকা শ্রেয়। হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করা উচিত। 

আরও পড়ুন- শীতের দিনে কাটতেই চায়না ঘুমের রেশ...কীভাবে চাঙ্গা থাকবেন?


আর করোনা এড়াতে সব থেকে সহজ উপায় হল মাস্ক পরা। সঠিক উপায় ফেস মাস্ক পরতে হবে। নাক-মুখ যাতে সঠিকভাবে ঢেকে থাকে। এক মাস্ক একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। ব্যবহৃত মাস্ক নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। 

travellingOmicron in IndiacovidOmicron AlertOmicron case

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ