এই মুহূর্তে একটি গান বেজায় ভাইরাল, ‘মন বসে না শহরে , ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। ‘ এই তীব্র গরমে সমুদ্রে যাওয়ার টিকিট কেটে ফেলেছেন? দিন কয়েকের ছুটিতে আপনার ডেস্টিনেশন সৈকত? শুধু পা ভিজিয়ে বসে থাকলেই তো চলবে না! তুলতে হবে ছবিও? কী ভাবে সাজবেন? ব্যাগে কী কী নেবেন? জানাচ্ছে এডিটরজি বাংলা।
Snacking: রোড ট্রিপ উপভোগ্য করে তোলে স্ন্যাক্স, জানাচ্ছে ওয়ানপোলের নয়া সমীক্ষা
সানস্ক্রিন, সান হ্যাট, স্বচ্ছন্দ হলে বিকিনি, অথবা কাফতান, এছাড়া ফ্লোরাল পোশাক সঙ্গে রাখুন। তার সঙ্গেই চাই আরও বেশি কিছু? কুছ পরোয়া নেহি! আপনার সাজ সম্পূর্ণ করতে পারে ঝুড়ি ব্যাগ কিংবা টোট ব্যাগ। গিগি হাদিদ হোক বা কেন্ডাল জেনার আপনার প্রিয় সেলেবরাও কিন্তু এইভাবেই সাজেন। এছাড়া তোয়ালে, এসপিএফ যুক্ত মশ্চারাইজার এবং সানগ্লাস অবশ্যই রাখুন ব্যাগে।