গ্রীষ্ম পড়তেই পাহাড়ে যাওয়ার হিড়িক দেখা যায়। একদিকে তীর্থ যাত্রা অন্যদিকে ট্রেক, দুই কাজেই কেদারনাথ অনেকের ড্রিম ডেস্টিনেশন। মে-মাস থেকেই শুরু হয়ে যায় ট্রেক। তবে বেড়িয়ে পড়লেই হল না, ট্রেকে যাওয়ার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিসও। দুর্গম পাহাড়ের পথ পেরিয়ে পৌঁছাতে হয় মন্দিরে।
কেদারনাথ যাওয়ার সময় হল মে জুন মাস অথবা সেপ্টেম্বর অক্টবর বাকি সময় বন্ধ থাকে মন্দিরের দরজা, সেই সময় প্রাকৃতিক দুর্যোগের কারনে পথ আরও দুর্গম হয়ে যায়।
কেদারনাথের আবহাওয়ার ঠিক ঠিকানা থাকে না ,যেকোনও সময় পরিবর্তন হতে পারে, তাই সেই বুঝে বহন করুন পোশাক।
রুদ্রপ্রয়াগ থেকে ৮৬ কিলোমিটারের পথ পেরিয়ে উঠতে হয় কেদারনাথে, তাই বয়স্করা অবশ্যই ভেবে সিদ্ধান্ত নিন। একদিনে বেশি হাটঁলে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে।
এছাড়া সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার