Offbeat Darjeeling: গরমের ছুটির মেয়াদ বেড়েছে, ঢুঁ মেরে আসুন উত্তরবঙ্গের এই তিন বিউটি স্পটে

Updated : Jun 04, 2023 05:59
|
Editorji News Desk

তীব্র গরমে বাড়ছে অস্বস্তি। দাবদাহের জেরে গরমের ছুটির মেয়াদও বেড়েছে স্কুল-কলেজে। এই সময়টা অফিস থেকে দিন কয়েকের ছুটি নিয়ে পরিবার নিয়ে ঢু মেরে আসতে পারেন উত্তরবঙ্গে তিনটি বিউটি স্পটে। কোথায় কোথায় যাবেন? 

তীব্র দাহদাহ থেকে দু'দন্ড শান্তি, নির্জনতা, একইসঙ্গে উন্মুক্ত প্রকৃতি আর বিশুদ্ধ বাতাস উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের এই তিন জায়গায়। 

দাওয়াইপানি: দার্জিলিংয়ের অন্যতম অফবিট ডেসটিনেশন দাওয়াইপানি। দার্জিলিং থেকে ১৮-২০ কিলোমিটার দূরে সেঞ্চল অভয়ারণ্যে রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। কথিত আছে ব্রিটিশ সময়কালে এই গ্রামের জল ওষুধ হিসাবে ব্যবহার করা হত। আর সেই সময় থেকেই এই জায়গার নাম হয়েছে দাওয়াইপানি। এই গ্রামের চারপাশে পাইনের জঙ্গল। মাঝখান দিয়ে চলে গিয়েছে পাহাড়ি রাস্তা। যার একপাশে সবুজ চা বাগান। 

চিসাং: কালিম্পংয়ের খুব কাছেই রয়েছে মেঘে ঢাকা গ্রাম 'চিসাং'। ডুয়ার্স হয়ে এই গ্রামে পৌঁছাতে হয়। নিউ জলপাইগুড়ি থেকে ১০৬ কিমি দূরে চিসাং। মাত্র ৪ ঘণ্টা লাগে পৌঁছতে। ভুটান সীমান্তের একেবারে কাছের এই নির্জন, নিরিবিলির ছোট্ট গ্রাম। যে গ্রামকে ঘিরে রয়েছে পাহাড় আর ঝর্ণা। পশ্চিম ডুয়ার্সের অংশে আপনি পাবেন জলঢাকা নদীর অপরূপ সৌন্দর্যও। 

তিনচুলে: দার্জিলিং জেলার আরও একটি ছোট্ট গ্রাম তিনচুলে। সবুজে মোড়া এই গ্রামে আপনি একেবারেই শহুরে সভ্যতার আঁচ পাবেন না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে এই গ্রাম। ছোট ছোট তিনটি পাহাড় ও জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রামটি দেখতে অনেকটা চুল্লির মত, আর সেই কারণেই এই গ্রামের নাম তিনচুলে।

Destination

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ