গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। স্বস্তি একটাই মিলেছে বাড়তি গরমের ছুটি। সময় যখন পেয়েইছেন সপ্তাহান্তে ঘুরে আসুন কলকাতার আশেপাশেই ইতিহাসে ঘেরা চন্দ্রকেতু গড় থেকে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ বেড়াচাঁপা, সেখানেই রয়েছে এই ঐতিহাসিক স্থান। রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল এই ভূমি। এখানকার দর্শনীয় জায়গা হল খনা মিহিরের ঢিবি। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মৌর্য, গুপ্ত, কুষাণ যুগের নিদর্শন পাওয়া গিয়েছে এই অঞ্চল থেকে। শোনা যায়, এখান থেকেই রফতানি হত মসলিন কাপড়। প্রাচীন এই ধ্বংসাবশেষ থেকে পেতে পারেন প্রাচীন সভ্যতার স্বাদ। এছাড়াও টেরাকোটার কাজ, হাঁতির দাঁতের সামগ্রী দেখতে পাবেন।
Rinku Singh-Maldives: মলদ্বীপে রিঙ্কু, ভেজা গায়ে পরনে শুধুই বক্সার, নাইট তারকার 'হটনেস' ওভারলোডেড
উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসত থেকে প্রথমে দেগঙ্গা, এরপরই আসে বেড়াচাঁপা মোড়৷ সেখান থেকেই ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এই সুবিশাল ঐতিহাসিক ভূমি। এই ছুটিতে একবার ঢুঁ মারতেই পারেন কিন্তু!