ইসলাম ধর্মাবলম্বীদের শোকের মাসের নাম মুহররম (Muharram 2023)।
আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। ইসলামের পবিত্র মহাগ্রন্থ আল কোরানে মহরম মাসকে পবিত্র মাস বলা হয়েছে। গভীর শ্রদ্ধা ও বেদনায় কারবালা প্রান্তরে শহীদ হাসান-হোসেনকে স্মরণ করলেন ইসলাম ধর্মাবলম্বীরা।
ইসলামের চান্দ্র ক্যালেন্ডার (Islamic Calender) অনুযায়ী বছরের প্রথম মাসটিই হল মহরম। মহরম নাসের দশম দিনটিকে বলা হয় 'আশুরা'। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের অনেকে অনেকে শোকের উৎসব পালন করেন এই দিন। তাজিয়া নিয়ে শোক মিছিল বের করা হয়।
বহু শতাব্দী আগে বর্তমান ইরাকে ইয়াজিদ নামের এক বাদশাহ ছিলেন। তিনি নিজেকে খলিফা বলে মনে করতেন, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর প্রতি তাঁর কোনও বিশ্বাস ছিল না। অত্যাচারী এই শাসক ছিলন মানবতার শত্রু। ইয়াজিদের বাহিনীর হাতে কারবালা প্রান্তরে হজরত মোহাম্মদের নাতি হোসেইন ইবনে আলি ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদত বরণের ঘটনাকে কেন্দ্র করে পালন করা হয় শোকের উৎসব আশুরা।