পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) হিসেবে পালন করা হয়। আজ পৌষ সংক্রান্তি। সকাল থেকেই গঙ্গাবক্ষে ভক্তদের সমাগম। পবিত্র গঙ্গায় স্নান করে সূর্য পুজো শুরু হয়ে গিয়েছে।
শুধু বাংলাতেই নয় , সারা দেশ জুড়ে বিভিন্ন নামে পালিত হয় মকর সংক্রান্তি। সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত তিথি থাকবে ।
আজ বাঙালি বাড়িতে দম ফেলার জো নেই। উঠনে সরা পুড়িয়ে পিঠে বানানোর চল রয়েছে। দুধপুলি, পাটিসাপটা, গোকুল, পোয়া পিঠে- মা ঠাকুরমার হাতের এই সব অমূল্য স্বাদ উপভোগ করতে অপেক্ষায় থাকে ৮ থেকে ৮০।
মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে ভোরবেলা থেকেই পূণ্য স্নান শুরু হয় । সূর্য পুজোর মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত পূণ্য অর্জনে ডুব দেন সাগরে । শুধু গঙ্গাসাগর (Ganga sagar ) নয়, এলাহাবাদের প্রয়াগে এবং দেশের বিভিন্ন পুণ্য নদীতে মকর সংক্রান্তি উপলক্ষে ভিড় করেন পূণ্যার্থীরা ।