'ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে
ফাগুন লেগেছে বনে বনে'
আজ দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির এবং রং নিয়ে রাধিকা ও অন্যান্যদের সঙ্গে খেলায় মেতেছিলেন। সকাল থেকেই আশেপাশে চলছে জমিয়ে রঙ খেলা। রঙে যেমন বৈচিত্র রয়েছে, তেমন উদযাপনেও । দেশের একাধিক জায়গায় একেক নামে পালিত হয় হোলি।
তবে দোল ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতা ও তার সংলগ্ন জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মূলত বাইক ও স্কুটির উপরে বিশেষ নজর দেওয়া হযে। মদ্যপ চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সকাল থেকেই মায়াপুর, শান্তিনিকেতনে চলছে হোলির উদযাপন। ছুটির দিনে বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ দোল খেলতে এসেছেন।
Organic colour-Holi 2024: পলাশ, গাঁদা, নিম দিয়ে, বাঁকুড়ার ছাতনায় তৈরি হচ্ছে ভেষজ আবির
তবে দোল উপলক্ষে কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবা সকাল থেকে বন্ধ থাকবে। সকালের বদলে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিট থেকে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশনে এই সময় মেট্রো পরিষেবা শুরু হবে । দোলের দিন এই শাখা ছাড়া শিয়ালদহ থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান শাখার মেট্রো পরিষেবা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।