‘মা’ এই এক শব্দেই মুশকিল আসান। প্রতিবছর ১২ মে দিনটি মায়েদের জন্য ক্যালেন্ডারে লাল কালিতে দাগিয়ে রাখা হয়। মায়েদের ভালবাসি, সে কথা বলার মতো জড়তা কাটাতে পারেন না অনেকেই। তা-ই বোধহয় আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য। ক্যালেন্ডার মেনে আজ সেই দিন, মাদার্স ডে।
ব্রিটেনের নিয়মে মে মাসের দ্বিতীয় রবিবার উদযাপিত হয় মাতৃ দিবস। রবি ঠাকুরের জন্মদিনের মাসেই মায়েদের জন্য একটি দিন তুলে রাখা হয়েছে। আজ সেই দিন। আলাদা করে বলতে হয় না ঠিকই, তবুও এই দিনে একটিবার মাকে জড়িয়ে ধরতে ভুলবেন না। সাধ সাধ্য মিলিয়ে মায়ের দরকারি যেকোনও একটি জিনিস উপহার দিলে ভারী খুশি হতে পারেন আপনার মা, খোঁজ নিন তাঁর শরীর কেমন রয়েছে। মাদার্স ডে-র শুভেচ্ছা।