আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সন্ধেবেলায় ধূপ, ধুনো জ্বালিয়ে মন্ত্রোচ্চারণে, লক্ষ্মী পাঁচালিতে দেবীর আরাধনা হয় ঘরে ঘরে । ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। সেলেব থেকে সাধারণ সবার ঘরেই আজ নিজেদের সামর্থ্য মতো পুজোর আয়োজন হয়েছে।
Lakshmi Puja Bhog: খিচুড়ি, লাবড়া, ইলিশ, পান- বঙ্গের কোন অঞ্চলে কী ভোগ পান মা লক্ষ্মী?
চলতি বছর, ২৮, অক্টোবর শনিবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো । পূর্ণিমা লেগেছে শুক্রবার ২৭ অক্টোবর রাত ৩টে ৪০ মিনিটে । সাড়ে ১০টার মধ্যে শেষ করতে হবে পুজো , কারণ তারপরই লেগে যাচ্ছে চন্দ্র গ্রহণ। এদিন ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার।