Brain Stroke Symptoms: ব্রেন স্ট্রোকের বিপদ এড়াতে আগে থেকে সতর্ক হবেন কীভাবে? রইল কিছু পরামর্শ

Updated : Nov 10, 2022 14:14
|
Editorji News Desk

বছর ২৪ -এর একটি মেয়ে! দিব্যি সিনেমা-সিরিজে অভিনয় করছেন, বাইরে থেকে দেখতে সুস্থই লাগে, তারই কী না আচমকা ব্রেন স্ট্রোক! অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে আশেপাশে। কিন্তু আপনি যে নিরাপদ, আপনার যে কখনও এমন হবেইনা, হলফ করে বলতে পারেন? আমরা কেউ পারি না, যেটা পারি, তা হল একটু সতর্ক থাকতে। 

অধিকাংশ ক্ষেত্রেই স্ট্রোক বললেই আমরা ভাবি হৃদরোগের সমস্যা। স্ট্রোকের আসল কারণ হল মস্তিষ্ক। আর কোনও কারণে মস্তিষ্কের রক্তজালি ছিঁড়ে বা মস্তিষ্কে রক্তচলাচল বন্ধ হয়ে গেলেও স্ট্রোক হতে পারে।

স্ট্রোকের পূর্বলক্ষণ

অকারণেই শরীরে দুর্বল ভাব, মাথাব্যথা, মাথা ভার লাগা চোখে ব্যথা, পা অসাড় হয়ে যাওয়া এই সমস্ত হল স্ট্রোকের পূর্বলক্ষণ। এরকম সমস্যা আপনার হলে প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে।

যাদের পরিবারে স্ট্রোকের হিস্ট্রি আছে, তাঁদের বাড়তি সতর্ক থাকতেই হবে। এছাড়াও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক হন।

হঠাৎ করে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা, হাতের জোর কমে যাওয়া, কথা জড়িয়ে যাওয়াও স্ট্রোকের লক্ষণ।

মুখ বেঁকে যাওয়া 

 হঠাৎ মুখ বেঁকে যাওয়া স্ট্রোকের অন্যতম প্রধান লক্ষণ। সাধারণত মুখের একদিকের চামড়া ঝুলে যায়। অসাড় হয়ে যায়। একদিক কোনও কাজই করে না। কথায় জড়তা থাকে।

হাত নাড়াতে না পারা:

হঠাৎ করেই একটি হাত অবশ হয়ে যাওয়াও স্ট্রোকের লক্ষণ।  একই সঙ্গে দুই হাত তোলাও তখন সম্ভব হয় না।

কথা আটকে যাওয়া-

স্ট্রোকে কথা আটকে যাওয়া-জড়িয়ে যাওয়া একেবারেই বিরল ঘটনা নয়।  বাক্য গঠনে সমস্যা হয়। আপনার কিম্বা আপনার কাছের মানুষদের এরকম উপসর্গ হলে অবশ্যই সতর্ক হোন। 

LifestyleHealth brain strokeaindrila sharma

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ