দুর্গাপুজো শেষ । এবার অপেক্ষা শুরু দেবী লক্ষ্মীর। দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে । বিজয়া দশমীর তিন-চারদিন পর দেবী লক্ষ্মী আসেন গৃহস্থের ঘরে । ওই দিন নিয়ম মেনে রাত জেগে দেবীর আরাধনা করে বাঙালি । তবে, এবছর লক্ষ্মীপুজো কবে পড়েছে ? পুজোর শুভ সময় কখন ? জেনে নিন...
চলতি বছর, ২৮, অক্টোবর শনিবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো । পূর্ণিমা লাগছে ২৭ অক্টোবর রাত ৩টে ৪০ মিনিটে । ছাড়বে ২৮ অক্টোবর রাত ১টা ৫৫ মিনিটে । অর্থাৎ ২৮ অক্টোবরই লক্ষ্মী দেবীর আরাধনা হবে ঘরে ঘরে ।
‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার।