বাড়ি, অফিস করে করে ক্লান্ত ? কিংবা ব্যস্ত শিডিউলের মাঝে পরিবারকে সময় দিতে পারেন না ? তাঁদের জন্য সুখবর । সামনেই রয়েছে টানা তিনদিনের ছুটি । ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর শনি-রবিবার পড়েছে । আর সোমবার তো ২ অক্টোবর । গান্ধী জয়ন্তীর ছুটি । তাহলে আর কী দেরি না করে প্ল্যান করে ফেলুন একটা ঝটিকা সফর । শহরের কোলাহল থেকে দূরে, ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরে আসুন কোথাও কাছে পিঠে । আপনাদের জন্য কলকাতার কাছে পিঠে তিন ঠিকানার খোঁজ রইল ।
দরিয়াপুর
বাঙালির উইকেণ্ড ডেস্টিনেশন মানেই যে দিঘা, মন্দারমণি, তা কিন্তু নয় । এখন কলকাতার কাছে পিঠেই রয়েছে বেশ কিছু অফবিট জায়গা । যেমন দরিয়াপুর । কলকাতা থেকে চার ঘণ্টার রাস্তা বলা যেতে পারে । প্রথমে কলকাতা থেকে কাঁথি যেতে হবে । তারপর সেখান থেকে টোটো বা অটো করে ৩০ মিনিটের দূরত্বেই দারিয়াপুর । এখানে রয়েছে দারিয়াপুর বিচ, আর লাইটহাউস । এছাড়া সেখানে রয়েছে দারুণ হোম স্টে । মনের মানুষকে সঙ্গে নিয়ে কিংবা পরিবারের সঙ্গে দু'দিন সময় কাটিয়ে আসতে পারেন দারিয়াপুরে ।
ভিতরকণিকা
কলকাতা থেকে দূরত্ব একটু বেশি ঠিকই, তবে তিনদিনে ঘুরে আসাই যায় । বিশেষ করে যাঁরা প্রকৃতিপ্রেমিক তাঁদের জন্য তো বেস্ট ডেস্টিনেশন ভিতরকণিকা । প্রতিবেশী রাজ্য ওড়িশায় অবস্থিত এই জায়গাটি মিনি অ্যামাজন নামেও পরিচিত। ভিতরকণিকায় যেতে গেলে প্রথমে ওড়িশার ভদ্রকে যেতে হবে। সেখান থেকে যাবেন চাঁদবালি। অভয়ারণ্য এখান থেকে খুব কাছেই রয়েছে । মূলত ম্যানগ্রোভ অরণ্য, দেখতে পাবেন জঙ্গলের মাঝে কিছু ছোট ছোট জলপ্রপাতও ।
ঝিলিমিলি
বাঁকুড়াতে অবস্থিত আরও একটা উইকেন্ড ডেস্টিনেশন । কলকাতা থেকে ঝিলমিলের দূরত্ব ২৩৭.৯ কিলোমিটার। গাড়িতে গেলে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা লাগে। শাল-পিয়ালের জঙ্গল, আশে-পাশে ছোট ছোট গ্রাম । দু'দিনের ছুটিতে গেলে বেশ ভালই লাগবে । এছাড়া সেখানে ট্রি হাউজও রয়েছে ।