কত আশা যত্ন আয়োজন এই পাঁচটা দিনকে ঘিরে, তারপরই তো আবার বছরভরের অপেক্ষা। দেখতে দেখতে মায়ের বিদায়বেলা উপস্থিত। উদযাপনের ঠিক পরেই বিষাদের সুর বাতাসে। এ'বছর প্রতীক্ষা আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল অতিমারীর কারণে।
২০১৯-এর শারদোৎসবে শেষবার সুস্থ পরিবেশে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছিল মন। তারপর অতিমারী এসে অনেক হিসেব পাল্টে দিয়েছে পাকাপাকি। কত প্রিয়জনকে আমরা হারিয়েছি, বিগত দু'বছরে। কত কাছের মানুষ কাজ খুইয়েছেন। কত মানুষের লড়াই আরও কঠিন হয়েছে। অ্যাঁর সে সব ক্ষতয় একটু মলম লাগাতে পারে যে আয়োজন, সেটুকুর রাস্তাও বন্ধ ছিল এতগুলো দিন।
Dashami Or dussehra: কোথাও দশমীর বিষাদ, কোথাও দশেরার উচ্ছ্বাস, একই দিনের নানা উদযাপন
এবার চারপাশের পৃথিবী অনেকটা স্বাভাবিক। ক্ষত শুকিয়েছে অনেকটা, যন্ত্রণাও কমে আসছে, এমন সময় এই আশ্বিনের মাঝামাঝি মহাসমারোহে এল উৎসব, তাঁকে ঘিরে কত বুক বাঁধা, কত স্বপ্ন, আশা ইচ্ছে। তাই পাঁচদিন পর বিসর্জন বেলায় মন তো কাঁদবেই। আবার সারা বছরের অপেক্ষা, সে অপেক্ষার মাঝে বদলে যাবে কত কিছু, কিন্তু অপেক্ষাটুকু বদলাবে না। সবার সঙ্গে সুর মিলিয়ে তাই আমরাও বলি...'আসছে বছর আবার হবে'। সেই আসছে বছরের জন্য নিজেকে তৈরি করার শুরু আজ থেকেই...
এডিটরজি বাংলার পক্ষ থেকে সকলের জন্য রইল বিজয়ার শুভেচ্ছা। অপেক্ষা শুভ হোক।