এই নামে বিভেদ নেই, ভেদাভেদ নেই। পদ্মাপাড় হোক বা নিউ ইউর্কের টাইমস স্কয়ার, রাশিয়া হোক বা জাপান - বিশ্বের দেশ-কালের ঊর্ধ্বে তিনি সত্যি, এবং প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সৃষ্টি বিশ্ববাসীর কাছে সম্পদ।
Met Gala 2024 : হুবহু এক ! ঐশ্বর্যকে নকল করে মেট গালা-য় হলিউড নায়িকা! ভাইরাল ছবি
তাঁর গান দেশ-বিদেশের কাটাতাঁর পেরিয়ে গিয়েছে বহু যুগ আগেই। ভারত, পশ্চিমবাংলা সহ বিদেশেও মহাসমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। সম্প্রতি গ্রানাডা নামের একটি কোরিয়ান মিউজিক গ্ৰুপ, রবি ঠাকুরের গান পরিবেশন করেছে কোরিয়ার সুরের সঙ্গে ফিউশন করে। সেই পারফরম্যান্সের ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায় ‘ফুলে ফুলে ঢোলে ঢোলে’ গাইছেন তাঁরা। এই ইন্দো-কোরিয়ান পারফরম্যান্স বেজায় মনে ধরেছে নেটবাসীর। কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।