আজ যখন দুনিয়াজুড়ে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের (Artificial Intelligence) প্রাবল্য নিয়ে চিন্তিত কর্পোরেট থেকে সাধারণ মানুষ- সকলেই। তার সঙ্গেই প্রায় একইরকম দুশ্চিন্তা রয়েছে মোবাইল ফোন (Mobile phones) এবং সোশ্যাল মিডিয়ায় (Social media) অত্যধিক ব্যবহার নিয়ে। যা আমাদের কার্যত যন্ত্রের ভৃত্য বানিয়ে রেখেছে। যার প্রভাবে এমনকি প্রাণও হারাচ্ছেন বহু মানুষ। শুধুমাত্র ফটো বা ভিডিয়ো তুলতে গিয়ে বা সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এই দেশে।
আরও পড়ুন: সমুদ্রের মাঝে ছবি তুলতে গিয়ে কী হল ? দেখুন মুম্বইয়ের ভাইরাল ভিডিও
যার একটা পোশাকি নাম দেওয়া হয়েছে, 'কিলফি'।
কয়েকদিন আগেই মুম্বইয়ের (Mumbai viral video) একটি ঘটনা ভাইরাল (Viral) হয়। জোয়ারের সময় জলের টানে ভেসে যান এক মহিলা। একটি পাথরের ওপর তাঁর স্বামীর সঙ্গে বসে ছবির জন্য পোজ দিচ্ছিলেন তিনি। ছবি তুলছিল তাঁদের সন্তানরা।
ওই সময়ই আচমকা একটি ভয়ানক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় ওই মহিলাকে। ২০ ঘণ্টা বাদে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্রেফ তুলতে গিয়ে এই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭৬ জন। এই সংখ্যা ক্রমে আরও বাড়বে বলে আশঙ্কা ওয়াকিবহালমহলের।