২৮ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এবারের থিম ‘বিউটি উইথ পারপাস’ । দিল্লিতে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি, আজ ৯ মার্চ ফাইনাল। আজকেই বেছে নেওয়া হবে এবারের বিশ্ব সুন্দরীকে।
বিশ্ব সুন্দরী ২০২৪ এর ফাইনাল আপনি দেখতে পাবেন ভারতীয় সন্ধ্যা 7:30 থেকে Sony Live অ্যাপ এবং ওয়েবসাইটে।
এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ইন্ডিয়া সিনি শেঠি। সিনি আগে একজন হিসাবরক্ষক ছিলেন।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড টপ ডিজাইনার অ্যাওয়ার্ড, মিস ওয়ার্ল্ড টপ মডেল, মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জ, মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনাল, মাল্টি-মিডিয়া চ্যালেঞ্জ এবং হেড টু হেড চ্যালেঞ্জ ফাইনাল। কন্টিনেন্টাল বিউটি উইথ আ পারপাস চ্যালেঞ্জ এবং গ্র্যান্ড মিস ওয়ার্ল্ড রেড কার্পেট।