প্রিমিয়াম অ্য়াকাউন্টের সুবিধা নিয়ে এল টেলিগ্রাম (Telegram premium plan)। প্রতি মাসে নির্দিষ্ট টাকা খরচ করে এই অ্যাকাউন্ট নিলে কিছু বাড়তি সুবিধা পাবেন গ্রাহকরা।
হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রাম (Telegram)-এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ এই অ্যাপটির সিকিউরিটি এবং একাধিক বিশেষ ফিচার। হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামও বিনামূল্যে পরিষেবা দেয়। কিন্তু এবার সম্প্রতি সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভ জানিয়েছেন, শীঘ্রই টেলিগ্রাম প্রিমিয়াম প্ল্যানের অ্যাকাউন্ট চালু করবে। ভারতে এই প্ল্যানের মূল্য মাসিক প্রায় ৫০০ টাকা।
আরও পড়ুন: WhatsApp Security:হোয়াটসঅ্যাপে সুরক্ষা বাড়াতে আসছে ডাবল ভেরিফিকেশন কোড ফিচার
প্রিমিয়াম প্ল্যানের প্রথম ও প্রধান ফিচারটি হল ৪ জিবি পর্যন্ত ফাইল পাঠানোর সুবিধা। উল্লেখ্য, টেলিগ্রামের সাধারণ অ্যাকাউন্টের মাধ্যমে সর্বোচ্চ ২ জিবির ফাইল পাঠানো যায়। এছাড়া প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা সাধারণ অ্যাকাউন্টের তুলনায় দ্রুত ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়া সাধারণ অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টেও গ্রাহকরা আনলিমিটেড ক্লাউড স্টোরেজের সুবিধা পাবেন। এছাড়া ১০০০ টি চ্যানেল ফলো করার পাশাপাশি প্রতিটিতে ২০০টি চ্যাট সহ ৩০টি চ্যাট ফোল্ডার তৈরির সুবিধাও থাকছে।
প্রিমিয়াম প্ল্যানের অন্যতম বৈশিষ্ট্য হল এর ভয়েস-টু-টেক্সট ফিচার, যা ভয়েস মেসেজগুলিকে টেক্সট মেসেজে কনভার্ট করে দেবে। এছাড়া এই প্রিমিয়াম প্ল্যানের আওতায় থাকছে এক্সক্লুসিভ প্রিমিয়াম স্টিকার, অ্যানিমেটেড প্রোফাইল পিকচার, প্রিমিয়াম ব্যাজ ইত্যাদি।