সিনেমা ডাউনলোডের কারণে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে টেলিগ্রামের। সেই কারণেই ব্যবহারকারীদের কাছে টেলিগ্রামকে আরও আকর্ষণীয় করতে নানা রকম নতুন ফিচার নিয়ে আসতে চলেছে এই সংস্থা। এবার হোয়াটসঅ্যাপের মতোই স্টোরি ফিচার আসতে চলেছে টেলিগ্রামেও। তবে, এই ফিচারের জন্য আরও একমাস অপেক্ষা করতে হবে।
টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ জানিয়েছেন, টেলিগ্রাম খুব শীঘ্রই স্টোরি ফিচার নিয়ে আনা হবে। ফলে, এবার থেকে প্রত্যেক ব্যবহারকারী নিজের পছন্দের ছবি স্টোরি দিতে পারবেন।
আরও পড়ুন - মোবাইল কিনলে ১ কেজি টমাটো ফ্রি, কোথায় চলছে এমন অদ্ভুত অফার ?
এক্ষেত্রে গোপনীয়তার কথাও মাথায় রাখা হয়েছে। রাখা হবে হাইড অপশনও। চাইলে আপনি কাউকে লুকিয়েও স্টোরি দিতে পারবেন। এই নয়া ফিচারের ফলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলেও মনে করা হচ্ছে।