আজকাল অনেকেই ট্যাটু (Tattoo) করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ট্যাটু করার প্রবণতা অনেকটাই বেশি। তবে, ট্যাটু করার আগে বেশ কিছু সতর্কতা (Skin Care Tips) মেনে চলা উচিত। কারণ, ট্যাটু করানোর ক্ষেত্রে অনেক সময়ে সংক্রমণের (Infection) ঝুঁকি থাকে। তাই ট্যাটু করার আগে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
কী কী সাবধানতা অবলম্বন করতে হবে?
ট্যাটু করার আগের রাতে ঘুম খুব জরুরি। কারণ ট্যাটু করা হয় সুঁচের সাহায্যে। পর্যাপ্ত ঘুম না হলে ওই ব্যথা সহ্য করা মুশকিল।
ট্যাটু করার আগে খেয়াল রাখতে হবে যাতে কোনও ভাবে শরীরে জলের ঘাটতি না হয়। কমপক্ষে ২৪ ঘন্টা আগে থেকে জলীয় খাবার, রসালো ফল খাওয়া উচিত।
শরীরের যে অংশে ট্যাটু করবেন, সেই জায়গার রোম পরিষ্কার করে নেওয়া উচিত। ট্যাটু করার পর সেই জায়গায় বেশ কিছুদিন ওয়্যাক্সিং বা শেভিং কিছুই না করাই ভাল।
আরও পড়ুন- শীত বঙ্গে হানা দিয়েছে, কনকনে ঠান্ডাতেও সাজুন ট্রেন্ডি, রইল টিপস
ট্যাটু করার আগে এবং পরে স্নান করা উচিত। ট্যাটু করার পর শরীর ঠাণ্ডা রাখার জন্য স্নান অত্যন্ত জরুরি। কিন্তু শরীরের যে অংশে ট্যাটু করা রয়েছে তাতে জল না লাগতে দেওয়াই ভাল।
ট্যাটুর অংশে কোনও ভাবেই ময়েশ্চারাইজ়ার মাখা উচিত নয়। কারণ ট্যাটুর রঙ এবং ময়েশ্চারাইজ়ারের রাসায়নিক মিলে ত্বকে বিক্রিয়া হতে পারে।