অল্পবয়সীদের মধ্যে গাঁজা খাওয়ার প্রবণতা বাড়ছে। আর এর ফলে বিভিন্ন জটিল শারীরিক সমস্যা তৈরির সম্ভাবনাও ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় হাসপাতালের এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জানাচ্ছে সাম্প্রতিক একটি সমীক্ষা।
অল্পবয়সীদের মধ্যে গাঁজা ব্যবহারের ফলে কী কী ধরনের শারীরিক ও মানসিক সমস্যার বৃদ্ধি পেতে পারে তারও একটি রেখচিত্র তৈরি করা হয়েছে এই সমীক্ষার মাধ্যমে।
গাঁজার অত্যাধিক ব্যবহারের ফলে ঘনঘন হাসপাতাল যাওয়ার প্রবণতা বাড়তে থাকায় তা নিয়ে অত্যন্ত চিন্তিত চিকিৎসক ও বীমাকর্তারাও।
উল্লেখ্য, প্রতি বছর অত্যাধিক মাদক সেবনের কারণে এই দেশে মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের।