সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তাতেও উট হেঁটে বেড়াচ্ছে। কখনও বা হাওড়ায় কখনও বা হুগলিতে দেখা মিলছে মরুভূমির এই প্রাণীর। ব্যাপারটা কী? আসলে বাংলার টেম্পারেচার এই মুহূর্তে দারুণ 'হাই'। তাপপ্রবাহে পুড়ছে চারিদিক। আর এই অসহ্য গরমে নেটিজেনরা অস্বস্তির মধ্যেও এই মসকরা চালিয়ে যাচ্ছেন৷ জয়সলমীরকে যখন তাপমাত্রায় গোল দিচ্ছে কলকাতা, তখনই 'আল হাবিবি' বলে রকমারি সব মিমে ভাসছে নেটপাড়া৷
ঠিক একদিকে যখন নেটপাড়ায় শহরের তাপমাত্রা নিয়ে হাসির খোরাক চলছে। তখনই নেটিজেনিদের একাংশ সরব হয়েছেন গাছ কাটার বিরুদ্ধে। তাঁদের যুক্তি নগরায়ণের জেরে উড়িয়ে দেওয়া হচ্ছে বৃক্ষ, ইট কাঠ পাথরে মাথা তুলে দাঁড়াচ্ছে বড় বড় অট্টালিকা। আর তাতেই হুহু করে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা গাছ লাগানোর এবং বাঁচানোর পরামর্শ দিচ্ছেন।