পাখিদের ওই পাঠশালাতে কোকিলগুরু শেখায় গান/ ময়না ভাল গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। কোকিল ময়নাদের মিষ্টি গলা শুনতে কার না ভাল লাগে? এমন কী চড়ুইদের ঝগড়াও। শহুরে জীবনে, শুধুই যান্ত্রিক শব্দ, সকাল সন্ধ্যা ট্রাম বাস গাড়ির হর্ন। এসবের চেয়ে অনেক শান্তি পাখিদের কিচির মিচিরে।
শুধু আমি আপনিই কিন্তু বলছি না। বলছে এক বৈজ্ঞানিক গবেষণাও। সম্প্রতি জার্মান একদল গবেষক এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন শহুরে জীবনের ওপর এই যান্ত্রিক শব্দের প্রভাব নিয়ে।
২৯৫ জন অংশগ্রহণ করেছিলেন সমীক্ষায়। মৃদু এবং জোরে যানবাহনের আওয়াজ,এবং মৃদু ও জোরে পাখির আওয়াজের মধ্যে ৬ মিনিট করে রাখা হয়েছিল অংশগ্রহণকারীদের। তারপর, অবসাদ, ক্লান্তি, ভয়, হতাশা, এসব নিয়ে তৈরি একটি প্রশ্নোত্তর পর্ব চলে। পরীক্ষার ফলাফল বলছে, পাখির ডাক আমাদের জীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষকরা প্রাথমিক ভাবে মনে করছেন, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাতে পারে নিয়মিত পাখির ডাক শোনার অভ্যাস।