'স্যানিটারি প্যাড' মোটেও স্বাস্থ্যকর নয়। প্যাড ব্যবহারে হতে পারে বন্ধ্যাত্ব। অন্তত এমনটাই জানাচ্ছে গবেষণা। সাম্প্রতিক এক সমীক্ষার দাবি, ঋতুস্রাব চলাকালীন ব্যবহৃত প্রায় সব ধরনের প্যাডেই ক্যানসার ছড়ানোর বিভিন্ন যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে। যার প্রভাব পড়ে স্বাস্থ্যে। এমনকি হতে পারে বন্ধ্যাত্বও।
টক্সিক লিঙ্ক নামক একটি এনজিওর সমীক্ষা অনুসারে, একটি স্যানিটারি প্যাডে উপস্থিত রাসায়নিকগুলি একজন মহিলার শরীরে ক্যানসার এবং বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
গবেষণা অনুসারে, সর্বাধিক ব্যবহৃত এই স্যানিটারি প্যাডে রয়েছে কার্সিনোজেন, প্রজনন টক্সিন, অন্তঃস্রাব বিঘ্নকারী এবং অ্যালার্জেনের মতো বিষাক্ত রাসায়নিক, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।
এই সমীক্ষা করা হয়েছিল ভারতের সর্বাধিক বিক্রিত ১০ টি স্যানিটারি প্যাড ব্র্যান্ডের উপর। আর এই সমীক্ষার রিপোর্ট যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঋতুস্রাব চলাকালীন শরীর থেকে নির্গত রক্ত এবং রক্তকোষ প্যাডের সংস্পর্শে আসে। প্যাডে থাকা রাসায়নিক শুষে নেয়। যা শারীরিক ক্ষতির সম্ভবনা বাড়িয়ে তোলে।
জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা থেকে পাওয়া রিপোর্ট বলছে, ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণীদের প্রায় ৬৪ শতাংশই প্রতি মাসেই অন্ততপক্ষে পাঁচ দিন স্যানিটারি প্যাড ব্যবহার করেন।