স্টারি স্টারি নাইট মেক্স ইওর প্যালেট গ্রিন অ্যান্ড ব্লু, অথবা 'আজি যত তারা তব আকাশে', এই যে এত সাহিত্য, কবিতায় কয়েকশ বছর ধরে জায়গা করে নিল, মানুষের কল্পনা ডানা ফেলল, সব মিথ্যে হয়ে যাবে। রাতের তারায় ভরা আকাশ দেখা যাবে শুধু ছবিতে, গাঁথা থাকবে শুধু স্মৃতিতে! সাম্প্রতিক এক গবেষণায় তেমনটাই দাবি করা হয়েছে।
দু'দশক পর নাকি আকাশে আর মিলবে না তারাদের দেখা। কেন? কারণ, আঁধার কমছে ক্রমশ, আমাদের পরিবেশে আলো বড় বাড়ছে, উজ্জ্বল আলোর দাপটে চোখের আড়াল হতে বসেছে তারারা। আজ যে শিশু জন্মাচ্ছে, সে রাতের আকাশে ২৫০টি তারা দেখতে পায়। সেই শিশুই ১৮ বছরে পৌঁছলে দেখতে পাবে মাত্র ১০০টি তারা!
এলইডি-র ঔজ্জ্বল্যে শুধু যে তারারা হারাচ্ছে, তা-ই নয়। পরিবেশেরও দারুণ ক্ষতি হচ্ছে ক্রমশ।