সারাক্ষণ নিজের উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগেন? মনে হয়, ঈশ অ্যাঁর একটু যদি লম্বা হতেন? সাম্প্রতিক এক গবেষণা বলছে, এ সব মোটেও স্বাভাবিক নয়। রীতিমতো মানসিক সমস্যা থাকলেই এমনটা হয়, বলছে সমীক্ষা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬৭ জন পূর্ণবয়স্ক মানুষ যাদের দেহের উচ্চতা তুলনামূলক কম, তাঁদের নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। ফলাফল বলছে, নিজেদের উচ্চতা নিয়ে জাদের আক্ষেপ রয়েছে, তাঁদের অধিকাংশেরই সাইকোপ্যাথিক সমস্যা, বা নার্সিসিজম বা ম্যাকিয়াভেলিজমের সমস্যা আছে। ক্ষমতার প্রতি আসক্তিও এদের বেশি।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক