আজকাল ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত। ওটিটি, কেনাকাটা থেকে সোশ্যাল মিডিয়ায়, ঘুমের সময়টুকু ছাড়া বেশিরভাগ সময়েই চোখের সামনে থাকে ফোন বা কম্পিউটার। আর এই ঘাড় গুঁজে সারাক্ষণ ফোন ঘেঁটে যাওয়ার ফলে বাড়ছে বিপদ। হেলথকেয়ার জার্নালে প্রকাশিত একটি জার্নালে, ব্রাজিলের গবেষকদের দাবি কিশোর কিংবা কিশোরী যারা দিনে তিন ঘণ্টার বেশি পর্দার দিকে তাকিয়ে থাকে তাঁদের মেরুদন্ডজনিত রোগ বাড়ছে। পিঠে ব্যথা হচ্ছে।
Srijit Mukherji-Vincida: সৃজিতের ছবির অফিসিয়াল রিমেক মুক্তি পেল তেলুগুতে
গবেষণাটি চালানো হয়েছিল ১৪ থেকে ১৮ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের উপর। গবেষণায় দেখা গিয়েছে, যে মেয়েদের ছেলেদের তুলনায় টিএসপি বেশি। ১,৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে, প্রায় ৩৮.৪ শতাংশ পিঠের ব্যথায় ভুগছিলেন।