পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) হিসেবে পালন করা হয় । পঞ্জিকা মতে, ১৪ জানুয়ারি সূর্য স্থান পরিবর্তন করবে মধ্যরাতে, তাই ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি । বাঙালিরা এই দিনকে পৌষ পার্বণ ও বলে থাকেন।
অসমে মকর পালিত হয় বিহু বা ভোগালি বিহু নামে। ধরা হয় এই সময় থেকেই ফসলের সময় শুরু হয়। চাষের জমিতে ভাল ফলনের জন্য এই সময় ইন্দ্রদেবের পুজো হয় তামিলনাড়ুতে। গুজরাতে এই সময় ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। উত্তরায়ণ পালিত হয় সেখানে। হরিয়ানা- পঞ্জাবে লোহরি পালিত হয়, আগুন জ্বালিয়ে পুজো করা হয়। এছাড়া মহারাষ্ট্রে তিন দিন ধরে পালিত হয় মকর সংক্রান্তি।